এই ব্লগপোস্টে আমরা স্পোকেন ইংরেজিতে ফ্লুয়েন্ট হওয়ার জন্য দরকারি কিছু বেসিক ও গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য শিখেছি। এই বাক্যগুলো প্রতিদিনের কথাবার্তায় খুবই কাজে লাগে এবং এগুলো নিয়মিত প্র্যাকটিস করলে ইংরেজিতে কথা বলার ভয় ধীরে ধীরে কমে যায়।
এই লেসনের সাথে দেওয়া উদাহরণ ও স্ট্রাকচারগুলো অনুসরণ করলে আপনি সহজেই আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলতে পারবেন। যারা একদম শুরু থেকে ইংরেজি শিখতে চান বা নিজের স্পোকেন ইংরেজি আরও ভালো করতে চান, তাদের জন্য এই ব্লগপোস্টটি খুবই উপকারী হবে।
150+ Important Daily Use Basic Sentences
আমি করি।
I do.
(আই ডু।)
আমি করি না।
I don’t do.
(আই ডোন্ট ডু।)
তুমি কি করো?
Do you do?
(ডু ইউ ডু?)
তুমি কি করো না?
Don’t you do?
(ডোন্ট ইউ ডু?)
আমি করছি।
I am doing.
(আই অ্যাম ডুইং।)
আমি করছি না।
I’m not doing.
(আইম নট ডুইং।)
তুমি কি করছো?
Are you doing?
(আর ইউ ডুইং?)
আমি করেছি।
I have done.
(আই হ্যাভ ডান।)
আমি করিনি।
I haven’t done.
(আই হ্যাভন্ট ডান।)
তুমি কি করেছো?
Have you done?
(হ্যাভ ইউ ডান?)
আমি করেছিলাম।
I did.
(আই ডিড।)
আমি করিনি।
I didn’t do.
(আই ডিডন্ট ডু।)
তুমি কি করেছিলে?
Did you do?
(ডিড ইউ ডু?)
তুমি কি করোনি?
Didn’t you do?
(ডিডন্ট ইউ ডু?)
আমি করছিলাম।
I was doing.
(আই ওয়াজ ডুইং।)
তুমি কি করছিলে?
Were you doing?
(ওয়্যার ইউ ডুইং?)
আমি করছিলাম না।
I wasn’t doing.
(আই ওয়াজন্ট ডুইং।)
আমি করবো।
I will do.
(আই উইল ডু।)
আমি করবো না।
I won’t do.
(আই ওন্ট ডু।)
আমি করতে থাকবো।
I will be doing.
(আই উইল বি ডুইং।)
তুমি কি করবে?
Will you do?
(উইল ইউ ডু?)
তুমি কি করবে না?
Won’t you do?
(ওন্ট ইউ ডু?)
আমি করতে পছন্দ করি।
I like doing.
(আই লাইক ডুইং।)
আমি করতে চাই।
I want to do.
(আই ওয়ান্ট টু ডু।)
আমি হতে চাই।
I want to be.
(আই ওয়ান্ট টু বি।)
আমি করতে পারি।
I am able to do.
(আই অ্যাম এবল টু ডু।)
আমি প্রায় করতে যাচ্ছি।
I am about to do.
(আই অ্যাম অ্যাবাউট টু ডু।)
আমি প্রায় করতে যাচ্ছিলাম।
I was about to do.
(আই ওয়াজ অ্যাবাউট টু ডু।)
আমি চাই তুমি করো।
I want you to do.
(আই ওয়ান্ট ইউ টু ডু।)
আমি চাই তারা করুক।
I want them to do.
(আই ওয়ান্ট দেম টু ডু।)
আমি করতে আনন্দ পাই।
I enjoy doing.
(আই এনজয় ডুইং।)
আমার করতে ইচ্ছে করে।
I feel like doing.
(আই ফিল লাইক ডুইং।)
আমার করার কথা আছে।
I am supposed to do.
(আই অ্যাম সাপোজড টু ডু।)
আমার করার কথা ছিল।
I was supposed to do.
(আই ওয়াজ সাপোজড টু ডু।)
আমাকে করতে হবে।
I have to do.
(আই হ্যাভ টু ডু।)
আমাকে করতে হবে না।
I don’t have to do.
(আই ডোন্ট হ্যাভ টু ডু।)
আমাকে করতেই হবে।
I will have to do.
(আই উইল হ্যাভ টু ডু।)
আমাকে করতে হয়েছিল।
I had to do.
(আই হ্যাড টু ডু।)
আমাকে করতে হয়নি।
I didn’t have to do.
(আই ডিডন্ট হ্যাভ টু ডু।)
আমার করা উচিত।
I should do.
(আই শুড ডু।)
আমি হয়তো করতে পারি।
I may do.
(আই মে ডু।)
আমি হয়তো করতেও পারি।
I might do.
(আই মাইট ডু।)
আমি অবশ্যই হবো।
I must be.
(আই মাস্ট বি।)
আমি অবশ্যই করবো।
I must do.
(আই মাস্ট ডু।)
আমার করা উচিত ছিল।
I should have done.
(আই শুড হ্যাভ ডান।)
আমি অবশ্যই করেছিলাম।
I must have done.
(আই মাস্ট হ্যাভ ডান।)
আমি হয়তো করেছিলাম।
I may have done.
(আই মে হ্যাভ ডান।)
আমি করতে পারি।
I can do.
(আই ক্যান ডু।)
আমি করতে পারতাম।
I could do.
(আই কুড ডু।)
আমি করতে পারতাম কিন্তু করিনি।
I could have done.
(আই কুড হ্যাভ ডান।)
আমি করতাম।
I used to do.
(আই ইউজড টু ডু।)
আমার করা প্রয়োজন।
I need to do.
(আই নিড টু ডু।)
আমার করার প্রয়োজন নেই।
I don’t need to do.
(আই ডোন্ট নিড টু ডু।)
আমি এখনো করিনি।
I am yet to do.
(আই অ্যাম ইয়েট টু ডু।)
আমি এখনো করছি।
I am still doing.
(আই অ্যাম স্টিল ডুইং।)
আমি এইমাত্র করেছি।
I have just done.
(আই হ্যাভ জাস্ট ডান।)
আমি ইতিমধ্যে করেছি।
I have already done.
(আই হ্যাভ অলরেডি ডান।)
আমার বরং করা উচিত।
I had better do.
(আই হ্যাড বেটার ডু।)
আমাকে করতে দাও।
Let me do.
(লেট মি ডু।)
চলো করি।
Let’s do.
(লেটস ডু।)
আমি করতে কিছু মনে করি না।
I don’t mind doing.
(আই ডোন্ট মাইন্ড ডুইং।)
আমার কিছু করার আছে।
I have something to do.
(আই হ্যাভ সামথিং টু ডু।)
আমার কিছু করার নেই।
I have nothing to do.
(আই হ্যাভ নাথিং টু ডু।)
আমি শীঘ্রই করবো।
I will do as soon as possible.
(আই উইল ডু অ্যাজ সুন অ্যাজ পসিবল।)
আমি করতে যাচ্ছি।
I am going to do.
(আই অ্যাম গোয়িং টু ডু।)
আমি তোমাকে করতে দিবো না।
I won’t let you do.
(আই ওন্ট লেট ইউ ডু।)
আমি করতে দক্ষ।
I am good at doing.
(আই অ্যাম গুড অ্যাট ডুইং।)
আমি খুব কমই করি।
I hardly do.
(আই হার্ডলি ডু।)
আমি কখনো করি না।
I never do.
(আই নেভার ডু।)
আমি মাঝে মাঝে করি।
I sometimes do.
(আই সামটাইমস ডু।)
আমি আর করি না।
I no longer do.
(আই নো লঙ্গার ডু।)
আমার করার অধিকার আছে।
I have the right to do.
(আই হ্যাভ দ্য রাইট টু ডু।)
এ কারণেই আমি করি।
That’s why I do.
(দ্যাটস হোয়াই আই ডু।)
এই বাক্যগুলো দিয়ে তুমি বিভিন্ন tense-এ “do” ব্যবহার করে সহজেই কথা বলতে পারবে। প্রতিটা tense-এর positive, negative আর question form শিখে নাও। প্র্যাকটিস করতে থাকো, খুব তাড়াতাড়ি fluent হয়ে যাবে! 😊
গুরুত্বপুর্ণ লিংক –