২০২৬ সালের WB Madhyamik Routine আজ তোমাদের সাথে শেয়ার করবো। পরীক্ষা চলবে ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আর পরীক্ষার সময় সকাল ১০:৪৫ ‑ ২:০০ পর্যন্ত। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য পাবে।
বিস্তারিত অফিশিয়াল রুটিন সহ সমস্ত কিছু দেখে নাও আজকের এই আর্টিকেল থেকে।
WhatsApp Channel
WhatsApp Channel (Class 10)
Join Now
Telegram Channel
Telegram Channel (Class 10)
Join Now
মাধ্যমিক ২০২৬ পরীক্ষার রুটিন | Madhyamik Routine 2026
পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBBSE), ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। এই রুটিন অনুযায়ী, ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি এবং চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
পরীক্ষার সময় প্রতিদিন সকাল ১০:৪৫ থেকে দুপুর ২টা পর্যন্ত, যেখানে প্রথম ১৫ মিনিট থাকবে প্রশ্নপত্র পড়ার জন্য।
তারিখ (Date) | দিন (Day) | বিষয় (Subject) |
২ ফেব্রুয়ারি, ২০২৬ | সোমবার | প্রথম ভাষা (First Languages) |
৩ ফেব্রুয়ারি, ২০২৬ | মঙ্গলবার | দ্বিতীয় ভাষা (Second Languages) |
৬ ফেব্রুয়ারি, ২০২৬ | শুক্রবার | ইতিহাস (History) |
৭ ফেব্রুয়ারি, ২০২৬ | শনিবার | ভূগোল (Geography) |
৯ ফেব্রুয়ারি, ২০২৬ | সোমবার | গণিত (Mathematics) |
১০ ফেব্রুয়ারি, ২০২৬ | মঙ্গলবার | ভৌতবিজ্ঞান (Physical Science) |
১১ ফেব্রুয়ারি, ২০২৬ | বুধবার | জীববিজ্ঞান (Life Science) |
১২ ফেব্রুয়ারি, ২০২৬ | বৃহস্পতিবার | ঐচ্ছিক বিষয় (Optional Elective Subjects) |
মাধ্যমিক ২০২৬ পরীক্ষার রুটিন PDF Download | Madhyamik Routine 2026 PDF Download
পরীক্ষার রুটিন | ডাউনলোড |
মাধ্যমিক ২০২৬ পরীক্ষার রুটিন PDF (WBBSE Madhyamik Routine 2025 PDF) | Download PDF |
FAQ
1. রুটিন কবে প্রকাশিত হলো?
Ans: মে ৬–১০, ২০২৫
2. পরীক্ষার সময় কী?
Ans: প্রতিদিন ১০:৪৫–২:০০, ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য।
3. অ্যাডমিট কার্ড কবে পাওয়া যাবে?
Ans: জানুয়ারি ২০২৬
4. মাধ্যমিক Test পরীক্ষা কবে?
Ans: ৩–১৩ নভেম্বর ২০২৫