WB সরকারি Scholarship 2025: মাধ্যমিক ও HS পাশের পর কত নম্বরে কোন স্কলারশিপ পাওয়া যাবে?

Share This Awesome Post 😊

আজকের আর্টিকেলে তোমাদের সাথে শেয়ার করবো মাধ্যমিক ও HS পাশের পর কত নম্বরে কোন সরকারি স্কলারশিপ পাওয়া যাবে? তার পূর্ণ তথ্য তোমাদেরকে দেবো।

WB Scholarship 2025

কিভাবে তোমরা এইসব WB সরকারি Scholarship এর জন্য apply করবে তার পুরো process তোমাদের সাথে শেয়ার করবো।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশের পর সরকারি স্কলারশিপ-গুলি যদি মিস করতে না চাও তাহলে এই আর্টিকেলটি পুরো পড়ো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও।

৫০% নম্বরে সরকারি স্কলারশিপ এবং আবেদনযোগ্যতা (WB Scholarship 2025)

যে সমস্ত শিক্ষার্থীরা মাধ্যমিক উচ্চমাধ্যমিক অথবা স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে পড়াশোনার জন্য ভর্তি হয়ে গিয়েছে, যেসব শিক্ষার্থী পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম ৫০% বা তার বেশি নম্বর অর্জন করেছে, তারা বিভিন্ন ধরনের সরকারি স্কলারশিপ (WB Scholarship 2025)-এর জন্য আবেদন করতে পারবে।

মাধ্যমিক পরীক্ষায় ৭০০ নম্বরের মধ্যে কমপক্ষে ৩৫০ নম্বর এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বেস্ট অফ ফাইভ এর ভিত্তিতে ৫০০ নম্বরের মধ্যে কমপক্ষে ২৫০ নম্বর বা তার বেশি নম্বর থাকলে শিক্ষার্থীরা এই সমস্ত WB Scholarship গুলিতে আবেদন করতে পারবে।

১) Oasis (ওয়েসিস) স্কলারশিপ

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ তপশিলি জাতি, উপজাতি বা জাতিগতভাবে অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এই স্কলারশিপে বৃত্তি পরিমাণ বছরে ২০০০ টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে বৃত্তি দেওয়া হয়।

২) National Scholarship (ন্যাশনাল স্কলারশিপ)

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। এই স্কলারশিপের প্রত্যেকটি যোগ্য ছাত্রছাত্রীকে বার্ষিক ১০ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়।

৩) Nabanna Scholarship (নবান্ন স্কলারশিপ)

এই স্কলারশিপটি মুখ্যমন্ত্রীর বিশেষ তহবিল থেকে প্রদান করা হয়, যেখানে ৫০% থেকে ৬০% এর মধ্যে নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য যোগ্য বলে বিবেচিত হয়। শিক্ষার্থীরা প্রতিবছর ১০ হাজার টাকা করে বৃত্তি পেয়ে থাকে এই স্কলারশিপের মাধ্যমে।

৪) Aikyashree Scholarship (ঐকশ্রী স্কলারশিপ)

পশ্চিমবঙ্গ রাজ্যের দরিদ্র/পিছিয়ে পড়া জাতিগত গোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হয়। এই বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা ৬০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩৩,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকে।

৬০% বা তার বেশি নম্বরে সরকারি স্কলারশিপ এবং আবেদনযোগ্যতা (WB Scholarship 2025)

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের জন্য সরকারি বেশ কিছু স্কলারশিপ প্রদান করা হয়।

এই স্কলারশিপগুলির জন্য আবেদন করতে হলে, মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের ন্যূনতম ৪২০ নম্বর বা তার বেশি এবং উচ্চমাধ্যমিকে বেস্ট অফ ফাইভ অনুসারে ন্যূনতম ৩০০ নম্বর বা তার বেশি পেতে হবে।

১) স্বামী বিবেকানন্দ (SVMCM) স্কলারশিপ

এই স্কলারশিপের মাধ্যমে বর্তমানে বার্ষিক ১২ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকে ছাত্রছাত্রীরা। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীরা কত বৃত্তি পাবে তা নির্ধারণ করা হয় ছাত্রছাত্রীদের পরবর্তী কোর্সের উপর ভিত্তি করেই।

২) ঐকশ্রী SVMCM স্কলারশিপ

তপশিলি জাতি, উপজাতি অথবা অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীরা যদি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পায়, তাহলে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করার যোগ্যতা অর্জন করে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর মতই এই স্কলারশিপেও বার্ষিক ১২০০০ টাকা থেকে ৬০ হাজার টাকার মধ্যে বৃত্তি পেয়ে থাকে ছাত্রছাত্রীরা।

উপসংহার

উপরে আলোচিত মাধ্যমিক ও HS পাশের পর যে সমস্ত সরকারি স্কলারশিপ গুলো তোমরা পেতে পারো তার একটা পূর্ণ তালিকা দেওয়া হল। আশা করি এই আর্টিকেলটা তোমাদের ভালো লেগেছে এবং ভবিষ্যতেও এমন আর্টিকেল পড়তে আমাদের সাইট ভিজিট করো এবং সকলের সাথে শেয়ার করো আমাদের আর্টিকেলগুলো।


Share This Awesome Post 😊

Leave a Comment